জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন বলে ভাবছেন? তার আগে জেনে নিন এই অ্যাকাউন্টের সুবিধা, অসুবিধা। বর্তমানে দেশের নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। নগদ জমা রাখার জন্য, টাকা নিরাপদে রাখতে, ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য, তাছাড়া একাধিক সুযোগ-সুবিধা থাকায় প্রত্যেক নাগরিক মাথাপিছু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন। ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের হয়। সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্স ডিপোজিট ইত্যাদি। এক ধরনের ব্যাংক অ্যাকাউন্টের কথা আমরা প্রায়শই শুনে থাকি। তা হল জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট।
কিন্তু এই জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও নানান ধরনের প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করে। আজকে আমরা আলোচনা করব জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গে। আগেই বলেছি ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের হয়। আসুন জেনে নিই কত ধরনের ব্যাঙ্ক একাউন্ট আমরা ওপেন করতে পারব। ব্যাংক অ্যাকাউন্ট হয় অন্ততপক্ষে ছয় ধরনের। সেগুলি হল ১) সেভিংস অ্যাকাউন্ট, ২) কারেন্ট অ্যাকাউন্ট, ৩) স্যালারি অ্যাকাউন্ট, ৪) মাইনর একাউন্ট, ৫) স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং ৬) জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট।এখন আমাদের প্রশ্ন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নিয়ে। জিরো ব্যালান্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি? এই আ্যাকাউন্টের কি সুবিধা, অসুবিধা রয়েছে? এই অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় আসুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
১) জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট কী? (What is Zero Balance Bank Account)
জিরো ব্যালেন্স একাউন্টের বিষয়ে জানতে হলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে এই জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্ট কি। আপনিও যদি ব্যাংক একাউন্ট ওপেন করার চিন্তায় থাকেন তবে এই অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় আপনাকে জেনে নিতে হবে। জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট হল এমন একটি ব্যাংক একাউন্ট, যে একাউন্ট খোলার জন্য আপনাকে কোন অ্যামাউন্ট পে করতে হয় না।
অর্থাৎ আপনি বিনামূল্যে কোন নির্দিষ্ট ব্যালেন্স জমা না দিয়েই এই ব্যাঙ্ক একাউন্ট খুলতে পারেন। সাধারণত অন্যান্য ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনাকে ন্যুন্যতম অর্থ ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু এই অ্যাকাউন্ট খোলার জন্য কোন অর্থ জমা দেওয়ার প্রয়োজন পড়ে না। জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্টকে অনেকে ‘জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট’ বলেও অভিহিত করেন।
২) জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের সুবিধা (Zero Balance Savings Account Advantage)
আপনি যদি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি কি কি সুবিধা পেতে পারেন? চলুন জেনে নেওয়া যাক।
i) জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার সবথেকে বড় সুবিধা হল এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ব্যাংকে কোন নূন্যতম অর্থ জমা দিতে হয় না। অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যাংক একাউন্ট ওপেন করতে পারবেন।
ii) জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় সুবিধা হল আপনার অ্যাকাউন্টে যদি নূন্যতম ব্যালেন্স নাও থাকে, তাও আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে না। অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্স না থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।
iii) এই অ্যাকাউন্ট এর ক্ষেত্রে গ্রাহকদের থেকে কোন চার্জ কাটা হয় না।
iv) এই একাউন্টের গ্রাহকদের এসএমএসের চার্জ কাটা হয় না।
v) আপনি যে কোন ব্যাংকে জিরো ব্যালান্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুবিধা পেয়ে যাবেন।
vi) ছাত্র-ছাত্রীদের জন্য এই অ্যাকাউন্ট বিশেষ উপযোগী। তাদের স্কলারশিপের টাকা সহজেই ব্যাংক একাউন্টে চলে আসে।
vii) জিরো ব্যালান্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে অত্যন্ত নিরাপদ একটি ব্যাংক একাউন্ট।
৩) জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের অসুবিধা (Zero Balance Savings Account Disadvantage)
একাধিক সুবিধা থাকা সত্ত্বেও জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের কিছু অসুবিধা রয়েছে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের কি কি অসুবিধা রয়েছে? আসুন বিলম্ব না করে জেনে নেওয়া যাক।
i) প্রথমত, জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের একটি অসুবিধা হল এই অ্যাকাউন্ট এর বিভিন্ন সীমা রয়েছে।
ii) দ্বিতীয়ত, জিরো ব্যালেন্স একাউন্টের অপর একটি অসুবিধা হলো, এই ব্যাংক একাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট ধারীকে কোনো চেকবই দেওয়া হয় না।