Post Office New Scheme
বিনিয়োগের জন্য শর্তাবলী কী কী?
সঞ্চয় বা বিনিয়োগের জন্য সকলেই পোস্ট অফিসের সেরা স্কীমটি বেছে নিতে চান (Post Office New Scheme). বর্তমানে সাধারণ মানুষের ভবিষ্যতের সুবিধার কথা মাথায় রেখে একাধিক স্কিম চালু করা হয়েছে। তবে কোনটা সেরা তা নির্বাচনের উপায় জানেন কী? একবার বিনিয়োগ হয়ে গেলে, অন্ন কোনো স্কিমে টাকা বিনিয়োগের চিন্তা ছাড়তে হয় অনেককেই। তার মূল কারণ হল নির্দিষ্ট অঙ্কের জমানো টাকা। অর্থাৎ এমন অনেকেই আছেন, অনেকদিন ধরে জমানো টাকা যে কোনো একটি স্কিমে বিনিয়োগের কথা ভাবছেন। তাই আগে স্কিমের বিষয়ে জানুন। তারপরে বিনিয়োগ করুন।
সেক্ষেত্রে বিনিয়োগের আগে জানতে হবে সুদের হার বা Interest Rate কত? বিনিয়োগের মেয়াদ? কিভাবে বিনিয়োগ করতে হবে? অন্যান্য কোন কোন সুবিধা মিলবে? সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে। আজকে যেই স্কিমের সম্পর্কে জানানো হচ্ছে, সেটিতে বিনিয়োগের মাধ্যমে পাওয়া যাবে মোটা হারে সুদ। স্কিমের নাম – সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (Senior Citizen Savings Scheme). এই Post Office New Scheme এর নাম অনেকেই শুনেছেন।
তবে কোন কোন সুবিধা মিলবে তা জানেন কী?
এই স্কিমে বিনিয়োগে সুদের হার-
এটি একটি স্বল্প মেয়াদি স্কিম। যেটিতে বিনিয়োগের উপর পাওয়া যাবে বার্ষিক 8.2% সুদ। সুতরাং বোঝাই যাচ্ছে বিনিয়োগের উপর মিলবে অভাবনীয় রিটার্ন।
বিনিয়োগের পরিমান-
এই স্কিমে এককভাবে 5 লাখ টাকা জমা দিতে হবে।
কারা বিনিয়োগের সুবিধা পাবেন?
Post Office New Scheme এ ৬০ বছরের বেশি বয়স বা যারা VRS নিয়েছেন, তারা বিনিয়োগ করতে পারবেন।
বিনিয়োগের মেয়াদ- 5 বছরের জন্য বিনিয়োগ করতে হবে।
অন্যান্য সুবিধা-
১) আয়কর আইনের ধারা 80C এর অধীন এই স্কিমে বিনিয়োগ করলে বার্ষিক 1.5 লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
২) প্রতি ৩ মাস অন্তর অন্তর (প্রতি বছর এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারি মাসে) বিনিয়োগের সুদের টাকা সরাসরি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
5 লাখ টাকা বিনিয়োগে কিভাবে পাবেন 2 লাখ টাকা সুদ?
Post Office New Scheme এ বিনিয়োগকারীরা এককভাবে ৫ লাখ টাকা জমা করলে 8.2% সুদের হারে প্রতি 3 মাসে পাবেন ১০,২৫০ টাকা রিটার্ন। অর্থাৎ বছরে পাবেন 41,000 টাকা। সেক্ষেত্রে 5 বছরের জন্য 2 লাখ টাকার উপরে পাবেন সুদ। অর্থাৎ 5 বছরের মেয়াদে 5 লাখ টাকা বিনিয়োগে পাবেন 2 লাখ টাকা সুদ।
বিনিয়োগের পদ্ধতি-
কোনো ব্যক্তির বয়স 60 বছরের বেশি হলেই সিনিয়র সিটিজেন স্কিমের অধীন নিকটবর্তী পোস্টঅফিসে বা সরকারি-বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
আরও দেখুনঃ মাত্র 252 টাকা জমিয়ে, পান 58 লাখ টাকা, LIC এর বাম্পার পলিসিতে আজই বিনিয়োগ করুন।
এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করলে সারা দেশের যে কোনও পোস্ট অফিসে স্থানান্তর করা যাবে।
অ্যাকাউন্ট ওপেনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) ফর্মের সঙ্গে পাসপোর্ট সাইজের ২টি ছবি, ২) পরিচয় প্রমাণ পত্র বা KYC সম্পর্কিত অন্যান্য নথিপত্র।
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।